Service Problem Solution
with single type Login offer
শিক্ষকতা পেশা সংক্রান্ত নানা প্রকার সমস্যার আশু সমাধান,App এর সাবস্ক্রিপশন, আমদের নিজস্ব স্কুল তথ্য ভাণ্ডার ওয়েবসাইট থেকে সরকারি নির্দেশনামা পাওয়া ইত্যাদি নানা রকম সুবিধাযুক্ত এই whatsapp গ্রুপ। গ্রূপের নিয়মগুলো নিম্নরূপ :-
গ্রুপের নিয়মাবলী
- ধর্মীয় ও সাংস্কৃতিক সমস্ত প্রকার শুভেচ্ছা বিনিময় থেকে বিরত থাকা।
- ব্যক্তি, ধর্ম, রাজনীতি, লিঙ্গ, বর্ণ ইত্যাদি বিষয়ে বিতর্কিত পোস্ট না দেওয়া।
- গ্রুপের সদস্যদের আক্রমণ করা বা কটু কথা বলা থেকে বিরত থাকা।
- ভিডিও, অডিও ক্লিপিংস, পেপার কাটিং যা চাকুরী সংক্রান্ত বিষয় নয় - এই জাতীয় পোস্ট করা থেকে বিরত থাকা।
- কিছু বিষয় চাওয়ার পরে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
- সার্ভিস প্রবলেম সলুশন (sps), সার্ভিস প্রবলেম প্রিমিয়াম, Tax প্রবলেম সলিউশন, স্কুল তথ্য ভাণ্ডার - এই সকল গ্রুপ একই। এই সকল গ্রুপের ওয়াটার মার্ক করা পিডিএফ, ফরম্যাট, ওয়ার্ড, এক্সেল, ppt ফাইল অবিকৃত অবস্থায় শেয়ার করুন, কিন্তু অন্য নাম, লোগো, ওয়াটার মার্ক ব্যবহার করলে তা গ্রুপ রুল ভঙ্গ করা হয়েছে বলে ধরা হবে। এর সাথে কপি রাইট ক্লেইম করা হবে।
- সবার কাছে বিনম্র আবেদন, চাকুরীর সমস্যা সংক্রান্ত প্রশ্ন ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকবেন।
- প্রিমিয়াম মেম্বারশিপের জন্য বছরে 150 টাকা। প্রিমিয়াম মেম্বারশিপে উপলব্ধ সুবিধা হলো ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপ, যাতে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, GPF ক্যালকুলেশন, পে স্লিপ জেনারেট ইত্যাদি ফ্রিতে ব্যবহার করতে পারবেন একটি আর্থিক বছরের জন্য। তার সাথে আমাদের স্কুল তথ্য ভাণ্ডার ওয়েবসাইট থেকে সকল ধরনের সরকারি নির্দেশনামা, ফরম্যাট পেয়ে যাবেন।
- আমাদের স্কুল তথ্য ভান্ডার সাইটের URL: https://schooltathyavandar.in
- অ্যাপের লিঙ্ক: ডাউনলোড লিঙ্ক। অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ করবেন ডেভলপারকে। তারপর সেখানে ইমেল, নাম ও ফোন নম্বর পাঠাবেন। না হলে রেজিস্ট্রেশন হবে না অ্যাপের।
- এডমিন প্যানেল বা মেম্বার কাউকে হেয় বা অপমান করলে গ্রুপ থেকে বহিষ্কার হবে ও মেম্বারশিপ চার্জ রিফান্ড করা হবে না।